কীভাবে Online এ নিজের PF Account চেক করবেন, জেনেনিন
স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,শিক্ষিকা - শিক্ষাকর্মীদের অনলাইন পিএফ ও বিভিন্ন Non-Govt. স্তরে অনলাইন পিএফ (GPF)- NGIPF কে WBIFMS পোর্টালে চালু করার গাইডলাইন প্রকাশ করলো রাজ্যের অর্থ দপ্তর।
শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের Online PF কে WBIFMS পোর্টালে চালু করার গাইডলাইন প্রকাশ করেছে রাজ্যের অর্থ দপ্তর ।
এখন থেকে PF এর সবকিছু অনলাইনে । কিন্তু কীভাবে নিজে ব্যবহার করবেন এই সাইট? কীভাবে নিজের PF এর তথ্য পাবেন নিজের মোবাইলেই?
এই জন্য প্রথমে নিজেদের বেতনের স্লিপ বা PAY SLIP সংগ্রহ করুন । এই PAY SLIP থেকে USER ID ( IOMS CODE) পাবেন। এই USER ID দিয়েই লগ ইন করতে হবে।
STEP - 1 :
নীচের দেওয়া লিংকে গিয়ে USER ID দিন এবং নিজের মোবাইল নম্বর (যে মোবাইল নম্বর IOMS আছে) দিন । এরপর ক্যাপচা দিলেই আপনার এই নম্বরে একটি পাসওয়ার্ড আসবে।
STEP - 2 :
লগ ইন করার পর USER ID , PASSWORD এবং CAPTCHA দিয়ে SUBMIT করলেই আপনার এই পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনার PF এর সমস্ত কিছু দেখতে পারবেন।
নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে উত্তর ২৪ পরগনা জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু হবে। শিক্ষক এবং সরকারি কর্মচারীদের অনলাইনে পিএফ পরিষেবা দ্রুত চালু করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ‘ডাইরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ডস এন্ড গ্রুপ ইনসিওরেন্স’ (ডিপিপিজি)-কে। এরাই অনলাইনে বিভিন্ন দফতরের সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তথ্য পিএফের জন্য তৈরি পোর্টালে আপলোড করবে।
গাইডলাইনে জানানো হয়েছে, বছরের শেষে প্রতিটি শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে মোট জমা অর্থের সুদ যথাসময়ে দেওয়া হবে। এই কাজগুলি করবে ‘ডিপিপিজি’। ডিজিপিপি এই কাজগুলি সম্পন্ন করবে ‘ট্রেজারি’ এবং ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ দফতরের মাধ্যমে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊