থানায় অভিযোগ দায়ের করলো নির্বাচনী খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা
জলপাইগুড়ি , জয়ন্ত বর্মণ
নির্বাচনের দিন জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত নাথুয়াহাটের বানিয়াপাড়া হাই স্কুলের বুথে ছাপ্পা ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে তৃনমুল আশ্রিত দুস্কৃতিদের হাতে আক্রান্ত হয় বেশ কয়েকজন সাংবাদমাধ্যমের কর্মী। ঘটনায় আহত হন ৯ জন সাংবাদিক। যার মধ্যে গুরুতর আহত হয় ৬ জন সাংবাদিক।সেই ঘটনায় বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত সাংবাদিকরা। রবিবার হাসপাতাল থেকে ছুটি পান তারা।
সোমবার ধূপগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা আহত সাংবাদিক দের নিয়ে বানারহাট থানায় যান এবং লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ, নাথুয়া বানিয়া পাড়া চৌরাস্তা স্কুলে খবর সংগ্রহ করতে গেলে সেই বুথে শাসক দলের লোকেরা হামলা চালায়। সংবাদমাধ্যমের কাছে খবর এসেছিল সেখানে ছাপ্পা ভোট হচ্ছে। সেই খবর কভারেজ করার সময় অতর্কিতে বেশ কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা করে। সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এমনকি দুই সাংবাদিকের গলায় থাকা চেন পর্যন্ত ছিনে নেওয়া হয়। পাশাপাশি মাটিতে ফেলে তাদের বেধরক মারধর করা হয়। সেই ঘটনায় জখম সাংবাদিকরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তারা এদিন বানারহাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে শনাক্ত করা ছবি সহ লিখিত অভিযোগ দায়ের করেন। বাকিদের ছবি ও ভিডিও ফুটেজ ও এদিন পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিন আক্রান্ত সাংবাদিকের সাথে থানায় গিয়েছিলেন ৩৫ জন সাংবাদিক। উপস্থিত ছিলেন ধুপগুড়ি প্রেসক্লাবে সভাপতি সঞ্জীত দে, প্রেস ক্লাবের সম্পাদক সপ্তর্শী সরকার, দুয়ার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরাও।
আক্রান্ত সাংবাদিকরা জানিয়েছেন, অবিলম্বে পুলিশ কে দোষীদের গ্রেপ্তার করতে হবে না হলে তারা জলপাইগুড়ির পুলিশ সুপারের অফিসে ধর্নায় বসতে বাধ্য হবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊