Girlfriend: 3K এর বিনিময়ে আইন মেনে মিলছে গার্লফ্রেন্ড ভাড়া!
এবার ভাড়া করা যাবে গার্লফ্রেন্ড। শুনতেই অবাক লাগছে কিন্তু বাস্তব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গার্লফ্রেন্ড ভাড়া করার খবর সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। আইন মেনে নেওয়া যাবে ভাড়া। এরজন্য খরচও কম। সাধারণত যারা এখন পর্যন্ত কোনো রিলেশনে জড়াতে পারেনি তারাই এদিকে বেশি ঝুঁকছে বলেই জানা গেছে।
তিন হাজার টাকার বিনিময়ে আপনি আপনার গার্লফ্রেন্ড ভাড়া করতে পারবেন। এতে নেই সমস্যা না পড়তে হবে আপনাকে সম্পর্কের জটিলতায়। এই বিশেষ সংস্থার সাহায্যে আপনি ভাড়া করতে পারবেন পারিবারিক সম্পর্কের যে কাউকে৷ এরজন্য আপনাকেই আলাদা আলাদা খরচ বহন করতে হবে।
আপনি কি রকম গার্লফ্রেন্ড চাইছেন তা যেমন আপনাকে জানাতে হবে তেমনই সংস্থার দেওয়া কিছু শর্ত আপনাকে মানতে হবে। যেমন, নির্দিষ্ট সময়ের পরে আর আপনি সেই গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারবেন না। এমনকি দিতে পারবেন না কোনো দামি উপহার। জটিলতা এড়াতেই এরকম কিছু শর্ত রেখেছে সংস্থা।
সারাদিন নানারকম কাজে ব্যস্ত থাকার পর, কোনওরকম ঝঞ্ঝাট ছাড়াই এমন সম্পর্কের সুযোগ জনপ্রিয় হয়েছে এই প্রজন্মের মধ্যে৷ অনেকেই এগিয়ে আসছেন এই পরিষেবা নেওয়ার জন্য এমনটাই খবর। নিশ্চয় ভাবছেন কোথায় মিলছে এই পরিষেবা। এই পরিষেবা মিলছে জাপানে। মাত্র ছ'হাজার ইয়েন, ভারতীয় টাকায় তিন হাজার টাকার বিনিময়ে এই পরিষেবা মিলছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊