Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mukul Roy: বড় চমক! একুশের সভামঞ্চের পাশে মুকুল রায়, কোন দলে? জানালেন ছেলে

Mukul Roy: বড় চমক! একুশের সভামঞ্চের পাশে মুকুল রায়, কোন দলে? জানালেন ছেলে

Mukul Roy


একুশের সভামঞ্চের এক সময়ের একজন বড় বক্তা মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আগে একুশের সভামঞ্চে বক্তৃতা দিতেন। কিন্তু এখন আর একুশের সভামঞ্চে দেখা যায় না তাঁকে। কারণ কখনো তৃণমূল তো কখনও বিজেপি। কোন দলে আছেন তা নিয়েই অনেক প্রশ্ন। তবে মুকুল রায় অসুস্থ তাই নিয়ে চর্চিত মুকুল বাংলার রাজনীতিতে। গত বছর একুশের সভামঞ্চে আসলেও ওঠেননি মঞ্চে আর এবারেও একুশের সভাস্থলে আসলেন কিন্তু উঠলেন না মঞ্চে। বিজেপির সঙ্গে দূরত্ব যে বেড়ে গেছে তার স্পষ্ট।




একুশের সভাস্থলে এসে পৌঁছে মুকুল রায় গাড়িতে থাকা অবস্থায় তাঁর ছেলে শুভ্রাংশু রায় গাড়ি থেকে নেমেই বলেন, বাবা এখনও তৃণমূলেই আছেন। এরপরেই গাড়ি থেকে নেমে আসেন মুকুল রায়। সভাস্থলে হাজির হলেও সেখানে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। পরে শুভ্রাংশুকে দেখে তাঁর বাবা মুকুলকে চিনতে পারেন বেশ কয়েকজন। তারপরে শুভ্রাংশুর সঙ্গে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবকরা মুকুলকে নিয়ে যেতে শুভ্রাংশুকে সহযোগিতা করেন।




কিছু দিন আগেই মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। হঠাৎ দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। আর ফের রাজনৈতিক ভাবে অবাক করেই ২১-এর সভাস্থলে হাজির মুকুল রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code