Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের শহীদ দিবসের দিনেই বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ

তৃণমূলের শহীদ দিবসের দিনেই বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ

BJP news



কলকাতার ধর্মতলায় একুশে জুলাই শহীদ দিবস পালন করছে তৃণমূল । এদিকে জয়ী বিজেপি প্রার্থী ও কার্যকর্তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, প্রশাসনের পক্ষপাতমূলক আচরন করা চলবে না, মজুত রাখা বোমা বারুদ উদ্ধার করতে হবে সহ আটদফা দাবিতে একুশে জুলাই রাজ্যজুড়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। 




বীরভূম জেলার খয়রাশোল,রাজনগর,মুরারই দুইনং, সিউড়ি একনং ব্লক অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। তারপর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। 



রাজনগরের বিজেপি নেতা পল্টুপদ ধীবর বলেন, "পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের রায় ছিল সরকারের বিপক্ষে কিন্তু শাসকদল ব্যালট বাক্স পাল্টিয়ে রায় নিজেদের পক্ষে নিয়েছে তাতে সাহায্য করেছে বিডিও সাহেবরা সঙ্গে প্রশাসন।" 




সিউড়ি একনং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করার পর জেলা বিজেপি সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই বলেন, "প্রশাসনের পক্ষপাতমূলক আচরনের জন্য বীরভূম জেলার যেখানে যেখানে পঞ্চায়েত গড়বো সেখানে জয়ী বিজেপি প্রার্থীদের তৃনমূলে যোগদান করার জন্য হুমকি দিচ্ছে সেখানে বিডিও সাহেবরা সহযোগিতা করছে । কড়িধ্যা গ্রামপঞ্চায়েতের বড়মহুলা বুথে তৃনমূলের দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে ভোট লুট করতে গিয়েছিল । গ্রামবাসীরা বাধা দিয়েছিল । রিটার্নিং অফিসার, বিডিও কোনো অভিযোগ জানাননি। উল্টে যেসব গ্রামবাসীরা ভোট লুট ছাপ্পা রুখে দিয়েছিলেন তাদের নামেই কেস দিচ্ছে বিডিও। প্রশাসন এইরকম পক্ষপাতমূলক আচরন করছে ।" 



সিউড়ি একনং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শিবাশীষ সরকার বলেন, "বিজেপি স্মারকলিপি প্রদান করেছে সেখানে কিছু দাবিদাওয়ার কথা জানিয়েছে আমি সেইগুলো আমার উধ্বর্তন কতৃপক্ষকে পাঠিয়ে দেবো ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code