প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতির

High Court


প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতির। টেট সংক্রান্ত একটি মামলার বিষয়ে আজ জরুরি তলবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।



এদিন ভরা এজলাসে আদালতের নির্দেশ না মানার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে বেতন বন্ধের হুঁশিয়ারি দেন বিচারপতি। বিচারপতি বলেন, 'আমি আপনার বেতন করে দিচ্ছি আর ৫০ হাজার টাকা জরিমানা করছি।' তখন পর্ষদ সভাপতি বলেন, 'দয়া করে এটা করবেন না'।



পরে পর্ষদ সভাপতির আর্জি এরকম কিছু না করার। আদালতের নির্দেশ মেনে চলবেন বলেও জানান পর্ষদ সভাপতি। এরপর আদালত আরও দু সপ্তাহ সময় দেন।