Panchayat Poll 2023: 'মানুষের ভোটে নির্বাচিত সরকার ফেলা গণতন্ত্র বিরোধী': দিলীপ ঘোষ


Dilip Ghosh



রক্তের লাল রঙে রাঙিয়ে যাওয়া বাংলায় সবুজের হাওয়া। রাজ্য পঞ্চায়েত নির্বাচনে অশান্তি, হিংসা হানাহানি, প্রাণ গিয়েছে একাধিক। এর মাঝেও সবুজ আবিরে ঢেকেছে বাংলা। এই পরিস্থিতিতে নয়া বিতর্কের জন্ম নিয়েছে। গত বছর 'ডিসেম্বর ডেডলাইন' দাবি করেছিলেন শুভেন্দু -সুকান্ত সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার ফের সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur) পাঁচ মাসের মধ্যে সরকার ভেঙে যাওয়ার ভবিষ্যৎবাণী দেন।



এই পরিস্থিতিতে বিজেপির পঞ্চায়েত ভোটের ফল কি আদৌ আশানুরূপ? সংগঠনের জোরে ভোট করাতে পেরেছে পদ্মশিবির? সত্যিই কি বাংলায় ভোট বেড়েছে বিজেপির? উত্তরবঙ্গ, জঙ্গলমহলে বিজেপি পিছিয়ে গেল কেন? বাংলায় কি জারি হবে ৩৫৫ ধারা? প্রশ্নগুলি উঠতেই মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।



৫-৬ মাসে সরকার ভেঙে পড়ার বিষয়ে মূলত দুই মেরুতে দিলীপ-সুকান্ত। সুকান্ত-শান্তনুদের উল্টো সুর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। '৫-৬ মাস, যখনই হোক, বিধায়কদের সমর্থন না থাকলে সরকার পড়ে যাবে'গতকাল মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে দিলীপ ঘোষ বললেন, 'সম্ভবত বিজেপি কোথাও ৩৫৫ ধারা জারি করেনি। মানুষের ভোটে নির্বাচিত সরকার ফেলে দেওয়াও গণতন্ত্র বিরোধী।