কালজানি কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে প্রতিবাদী নাগরিক মঞ্চ 

Kaljani case


কালজানি ধর্ষনকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা। 14 বছরের নাবালিকা মেয়েকে পাশবিক অত্যাচারের শিকার হতে হয়েছে বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে। সেই মেয়েটি জীবন যুদ্ধে লড়াই করে অবশেষে মৃত্যু বরণ করে নেয়। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এদিন কোচবিহারে মৌন মিছিল করে প্রতিবাদী নাগরিক মঞ্চ এর কর্মকর্তারা। 



তাদের এই মিছিল কোচবিহার সহিদবাগ মুক্ত মঞ্চের সামনে থেকে সূচনা হয়। আন্দোলন কারীদের মধ্যে পেশায় শিক্ষক প্রদীপ ঝাঁ জানান এর মত এই সামাজিক ব্যেধী কে সমাজ থেকে চিরতরে বিলুপ্ত করতে প্রয়োজন সমস্ত ধরনের মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং প্রত্যেকের মধ্যে সামাজিক ভাবাবেগ সঞ্চার করা।



সমাজ কর্মী রাজা বৈদ্য বলেন প্রতিবাদ আমাদের রক্তে, যে কোন ঘটনার প্রতিবাদে সামিল প্রতিবাদি নাগরিক মঞ্চ। কালজানীর ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।



আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবাদী নাগরিক মঞ্চ এর রাজা বৈদ্য, সুমন দাস, পার্থ দেব সর্মা।