Latest News

6/recent/ticker-posts

Ad Code

Abhishek Banerjee: বিদেশ সফর নিয়ে সুপ্রিম শুনানি শুক্রবার তার আগেই বিদেশ সফরে অভিষেক, প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা

Abhishek Banerjee: বিদেশ সফরে অভিষেক, শুক্রবার সুপ্রিম শুনানি, প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা


Abhishek Banerjee

গতকাল চিকিৎসার জন্য উড়ে গেছেন তৃণমূল সাংসদ তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হস্তক্ষেপ থেকে সুরক্ষা কবচ পেতে আদালতের দ্বারস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আর্জি করেন অভিষেক বন্দোপাধ্যায়। কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে সোমবার পর্যন্ত অভিষেকের ওপর কড়া পদক্ষেপে 'না' বলে আদালত। এদিকে তার আগে বৃহস্পতিবার চিকিৎসার জন্য আমেরিকা উড়ে গিয়েছেন বাংলার যুবরাজ।



এদিকে, শুক্রবার সুপ্রিমকোর্টে অভিষেক-রুজিরার বিদেশযাত্রা সংক্রান্ত মামলার শুনানি। এনিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সূত্রের খবর, বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশে রওনা হন অভিষেক। এরপর সেখান থেকে আমেরিকা যাবেন। আগামী ৮ই আগস্ট আমেরিকায় ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে।



গত ৫ই জুন বিদেশ সফরে কলকাতা বিমানবন্দরে বাঁধা পান অভিষেক বন্দোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়। এরপর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন রুজিরা বন্দোপাধ্যায়। সেই মামলাতেই, গত সোমবার, আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন। আদালত ইডির কাছে জানতে চান কোনো লুক আউট নোটিস জারি আছে কিনা কিন্তু ইডি এর কোনো উত্তর দেয়নি।



ইডির কাছে, সুপ্রিম কোর্ট জানতে চায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে?চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে, কেন তাঁকে সেই ছাড়পত্র দেওয়া হবে না? বিচারপতি বলেন, তদন্ত সহযোগিতা করা সত্বেও আপনারা আদালতের পুরনো রায়কে কার্যত উপেক্ষা করছেন। উত্তরে, ইডির আইনজীবী বলেন, তদন্তকারী এজেন্সি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই বিষয়টি জানাতে পারবেন।শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। সূত্রের খবর, ২০ তারিখ আমেরিকা থেকে ফেরার কথা অভিষেকের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code