Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হলেন অনন্ত মহারাজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হলেন অনন্ত মহারাজ

Ananta Maharaj



বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সভার সাংসদ হলেন অনন্ত মহারাজ। রাজ্যসভায় বিজেপির সাংসদ পদে জয়ী কোচবিহারের অনন্ত মহারাজ। রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্বাচন ঘোষনা হয়। যার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৩ই জুলাই। আর প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ই জুলাই। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ী অনন্ত মহারাজ।



রাজ্যসভায় সাতটি আসনের মধ্যে ৬টি আসনের মেয়াদ শেষ হয়েছিল। একটি আসনে তৃণমূলের রাজ্যসভা সাংসদ লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় সপ্তম আসনটিও খালি হয়। রাজ্যসভায় তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন , সুখেন্দুশেখর রায় এবং দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইককে প্রার্থী করে। অন্যদিকে বিজেপির তরফে দুটি আসনে প্রার্থী দেওয়া হয়। অনন্ত মহারাজ ও রথীন বসুকে প্রার্থী করা হয়। পরে রথীন বসুর মনোনয়ন তুলে নেওয়া হয়। সাতটি আসনে সাত জনই প্রার্থী ছিলেন। তাই প্রতিদ্বন্দ্বিতা বা ভোটাভুটির প্রশ্ন ওঠেনি।



বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়টি রাজ্যসভার আসনে জয়ী তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হলেন ডেরেক ও'ব্রায়েন , সুখেন্দুশেখর রায় এবং দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক। অন্যদিকে বিজেপির সাংসদ হলেন অনন্ত মহারাজ।



রাজ্যসভায় একজন প্রার্থীকে জেতাতে হলে বিজেপির দরকার ৪২টি প্রথম পছন্দের ভোট। আর এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে ৬৯ জন বিধায়ক। ফলে একজন প্রার্থীকেই জেতানো সম্ভব বিজেপির। আর তাই দ্বিতীয় জনের মনোনয়ন তুলে নেয় বিজেপি। সাতটি পদের জন্য রয়ে গেলেন ৭ জন। ২৪ তারিখ ছিল নির্ধারিত দিন। তার আগেই এই ৭জন বিজয়ী রাজ্যসভা সাংসদের নাম ঘোষণা করে দেওয়া হল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code