বেসরকারি নার্সিংহোমে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন নিশীথ প্রামানিক 

Nishit Pramanik


৮ই জুলাই একদফায় পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তপ্ত হয় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত। কোচবিহার জেলার একাধিক জায়গায় অশান্তির চিত্র ফুটে ওঠে। আহত হন একাধিক নেতা-কর্মী। অনেকেই ভর্তি রয়েছেন হাসপাতালে। রাজ্য পঞ্চায়েত নির্বাচনে আহত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। 



কর্মীরা কেমন রয়েছে তাঁর খোঁজ খবর নিতে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে যান কোচবিহার জেলার সাংসদ। দেখা করেন কর্মীদের সঙ্গে, কথাও বলেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক। 



সেখানে এসে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে নিয়ে মন্তব্য করেন তিনি। ভোট ঘিরে যা চলছে তার জন্য রাজ্য শাসক দল তৃণমূলকেই দায়ী করেন তিনি। আর কাণ্ডারী হিসেবে নির্বাচন কমিশনকে তুলে ধরেন নিশীথ।