Breaking News : স্ট্রং রুম আগেই খোলার অভিযোগ, বিজেপি-তৃণমূলের উত্তেজনায় ভাঙলো বিজেপি নেতার গাড়ি
দিনহাটা:
দিনহাটা DCRC তে সময়ের আগে স্ট্রং রুম খোলা কে কেন্দ্র করে উত্তেজনা। ভাঙলো বিজেপি নেতার গাড়ি। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে সোমবার দিনহাটা হাইস্কুলে অবস্থিত দিনহাটা এক নম্বর ব্লকের বিভিন্ন ভোট কেন্দ্রের ডিসিআরসি সেন্টারে সময়ের আগেই খোলা হয়েছে স্ট্রং রুম।
বিজেপির অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে আজ রাত দশটায় খোলার কথা ছিল স্ট্রংরুম এবং এরপর সেই ব্যালট বাক্স গুলি ভেতরে ঢোকানোর কথা ছিল এমনটাই ব্লক প্রশাসন আগে থেকেই জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে।
তবে সময়ের আগে এদিন রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদই স্ট্রং রুমের দরজা খোলার খবর পেয়ে সেখানে পৌঁছায় বিজেপি নেতা অজয় রায়। তিনি তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে সোজা চলে যায় স্ট্রং রুমের ভেতর, সেখানে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সাংবাদিকদের আটকালেও স্ট্রং রুমে যেতে আটকাতে পারেনি বিজেপি নেতাকে। বিজেপি নেতা স্ট্রং রুমে গিয়ে দেখে সময়ের আগে স্ট্রংরুম খোলা রয়েছে এবং তিনি বাইরে এসে সংবাদ মাধ্যমে অভিযোগ করেন যে সময়ের আগে কেন স্ট্রং রুম খোলা হয়েছে!
বিজেপি নেতা স্ট্রং রুমে কেন ঢুকেছে, সেই খবর পেয়ে কিছুক্ষণ পর পৌঁছায় তৃণমূল কংগ্রেসের কর্মী সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এরপরই দুই পক্ষের উত্তেজনায় ঝামেলার সূত্রপাত।
বিজেপি নেতা কেন স্টংরুমে ঢুকলো কোন অনুমতি না নিয়ে সেই কারণেই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নেতাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এরপর দুই পক্ষের মুখোমুখি উত্তেজনায় ভাঙ্গে বিজেপি নেতার গাড়ি এরপর বিজেপি নেতা সেখান থেকে তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে চলে যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊