Narendra Modi: 'শত্রুর মত আচরণ', নাম পরিবর্তনের কারণ জানালেন, ফের বিজেপি বিরোধী জোটকে আক্রমণ নরেন্দ্র মোদীর

Narendra Modi


ফের বিজেপি বিরোধী জোটকে আক্রমণ নরেন্দ্র মোদীর। নিজেদের যাবতীয় অন্যায় ঢাকতেই UPA থেকে নাম বদলে INDIA রেখেছে বিরোধী দলগুলি আজ এমনটাই দাবি করলেন মোদী। ভোটমুখী রাজস্থানের সিকারে বৃহস্পতিবার বিজেপির প্রচারে গিয়ে জনসভা থেকে জোটের নাম UPA বদলে INDIA করা নিয়ে আক্রমণ শানালেন তিনি।



এদিন তিনি বলেন, "দরিদ্র মানুষদের সঙ্গে অতীতে যে অন্য়ায়-অবিচার করেছে, ত ঢাকতেই UPA থেকে নাম পাল্টে INDIA করা হয়েছে। INDIA-কে ঢাল করে নিজেদের পুরনো দুষ্কর্ম ঢাকতে চাইছে।"




তিনি বলেন, বলেন, "সত্যিই যদি ভারতের জন্য চিন্তিত হতেন, তাহলে বিদেশিদের ভারতের ব্যাপারে নাক গলাতে না বলতে পারতেন। একসময় 'ইন্দিরাই ভারত, ভারতই ইন্দিরা' রব তুলেছিলেন। সেই সময় শিকড় সমেত উপড়ে ফেলে দিয়েছিলেন মানুষ। অহঙ্কারের বশে আবারও একই ভুল করছেন। 'UPA ভারত, ভারতই UPA' বলছেন। আবারও আগের মতোই শিক্ষা দেবেন মানুষ।"




এদিন মোদীর আক্রমণ, "সন্ত্রাসের সামনে নতজানু হওয়ার ইতিহাস মুছতেই নয়া নাম ধারণ করতে হয়েছে। দেশের শত্রুদের সঙ্গে ওদের আচরণে মিল রয়েছে। দেশপ্রেম থেকে INDIA নাম ধারণ করেনি ওরা, দেশকে লুঠ করাই উদ্দেশ্য।"




এদিনও তিনি বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তুষ্টিকরণ, স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তোলেন। মহাত্মা গাঁধীর ভারত ছাড়ো আন্দোলনকে প্রসঙ্গ টেনে এদিন মোদী বলেন, 'দুর্নীতিগ্রস্তরা দেশ ছাড়ো' 'স্বজনপোষণকারীরা দেশ ছাড়ো', 'তুষ্টিকরণের নীতি ভারত ছাড়ো'। তাহলেই রক্ষা পাবে দেশ।"