পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে অভব্য আচরণ গ্রুপ ডি কর্মীর-অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের
পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার সাথে অভব্য আচরণের অভিযোগ উঠলো গ্রুপ ডি এক কর্মীর বিরুদ্ধে। আর বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানা এলাকার নামী গার্লস হাইস্কুল উত্তাল হয়ে ওঠে। এদিন সকাল সাড়ে দশটা থেকেই পড়ুয়া ও অভিভাবকেরা বিক্ষোভ দেখায় এবং দাবি করে যে, ঐ কর্মীকে তাদের হাতে তুলে দিতে হবে। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে ওই স্কুলে।
পুলিশ বিক্ষোভ কারীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করে। পুলিশ তাদের জানায়, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হোক পড়ুয়ার পরিবারের তরফে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে যথাযথ পদক্ষেপ নেবে। কিন্তু পড়ুয়ার পরিবারের কাউকেই বিক্ষোভ চলাকালীন ঐ স্কুলে পাওয়া যায়নি। কিন্তু অভিভাবকরা বিক্ষোভ চালাতে থাকেন নিজেদের দাবিতে অনঢ় থেকেই।
এরপর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু রেফ, কমব্যাট ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে স্কুলে আসেন। বেলা সাড়ে এগারোটা নাগাদ ঐ কর্মীকে স্কুল থেকে বার করে পুলিশের ঘেরাটোপে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যায়। এরপর বিক্ষোভকারী অভিভাবকরা স্কুলের সামনে জিটি রোড অবরোধ করেন।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, স্কুলের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি পড়ুয়ার পরিবারের তরফ থেকে। যদিও জানা গেছে, গত ১৯ জুলাই একটি ঘটনা হয়েছিল। তাকে কেন্দ্র করে বুধবার সোসাল মিডিয়ার একটি বার্তা ভাইরাল হয়। তার প্রেক্ষিতে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের এদিন সকালে বৈঠকে ডাকা হয়েছিলো। তখনই বিক্ষোভ দেখানো শুরু হয়।
আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ বলেন, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু কোন অভিযোগ দায়ের করা হয় নি। গোটা বিষয়টি নিয়ে স্কুল কতৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হচ্ছে। বেলা বারোটার পরে জিটি রোড অবরোধ উঠে যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊