Breaking news: অসম বাংলা সীমান্তে পুলিশের হাতে আটক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ বিজেপি নেতা অজয় রায়





অসম বাংলা সীমান্তে পুলিশের হাতে আটক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ দিনহাটার বিজেপি নেতা অজয় রায় । আজ রাত্রী ১০ টা নাগাদ তাকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়। 

দিনহাটা থানার পুলিশের হাতে গ্রেফতার বিজেপি দিনহাটা শহর মন্ডল সভাপতি তথা দাপুটে বিজেপি নেতা অজয় রায় ওরফে বুড়া। 

জানা গেছে শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অজয় রায় কে  বক্সীরহাট থানা এলাকার আসাম বাংলা সীমান্ত জোড়াই মোড় থেকে গ্রেফতার করে। 

গ্রেফতারের পরেই তাকে নিয়ে আসা হয় দিনহাটা থানায়। গ্রেফতারের বিষয়ে এদিন রাত আনুমানিক দশটা ৫৮ মিনিট নাগাদ কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপারের  তরফ থেকে জানানো হয়েছে অজয় রায়ের নামে দুইটি ক্রিমিনাল কেসের FIR এ নাম থাকায় এদিন তাকে গ্রেফতার করা হয়।  

ইতিমধ্যে এই বিজেপি নেতার গ্রেফতারের খবর কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা সহ গোটা কোচবিহার জেলার রাজনৈতিক মহলে।