Manipur Violence: মণিপুর কাণ্ডের তদন্ত করবে CBI, নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের


CBI raids

মণিপুর কাণ্ডে সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণ এবং বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় তদন্তভার সিবিআইকে সপেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



মণিপুর সরকারের আবেদনের ভিত্তিতে তদন্ত করবে সিবিআই। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিট গঠন করল সিবিআই।



গত ৪ মে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মণিপুরে। দুই মহিলাকে গণধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। আর তারপরেই তোলপাড় দেশজুড়ে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। মণিপুরের এই নিন্দনীয় ঘটনায় পুলিশ প্রথম গ্রেফতার করেছিল ২০ জুলাই। এপর্যন্ত গ্রেফতার হয়েছে মোট ৭ জন।



এএনআই থেকে জানা গেছে, মণিপুরে ভাইরাল হওয়া ভিডিওর কেসে তদন্তভার সিবিআই-কে দেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করবে বলেও জানা গিয়েছে। এই হলফনামায় বলা হবে গোটা ঘটনার তদন্ত যেন মণিপুর রাজ্যের বাইরে কোথাও করা হয়।



প্রসঙ্গত, গত প্রায় তিন মাস ধরে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত মণিপুরে হিংসায় ১০০ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০০ জন।