Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: ২১শে জুলাইয়ের সভাস্থল পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

২১শে জুলাইয়ের সভাস্থল পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata Banerjee



তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই দিনটিকে প্রতি বছর শহীদ দিবস (TMC Shahid Diwas) হিসেবে পালন করে আসে। কার্যত এদিনেই তৃণমূলের বার্ষিক সাধারন সমাবেশও অনুষ্ঠিত হয়। প্রতি বছর ২১শে জুলাই দলীয় কর্মী সমর্থকদের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ২১শে জুলাই। প্রতি বছরের ন্যায় এবছরেও ধর্মতলায় হবে শহীদ সমাবেশ। তার আগে আজ ধর্মতলা পরিদর্শন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 



আগামীকাল শহীদ স্মরণের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের অশান্তির জের মৃতদের শ্রদ্ধায় শ্রদ্ধা দিবস পালনের কথাও জানিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। আগামীকাল রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকরা হাজির হবেন এই সমাবেশে। ইতিমধ্যে অনেকে রওনা দিয়েছেন। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরজমিনে খতিয়ে দেখলেন প্রস্তুতি।



বৃহস্পতিবার বিকেলে ধর্মতলায় প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মমতা। যে মঞ্চে অনুষ্ঠানের আয়োজন, সেখানে যান তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গেও নিরাপত্তা নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি বসে সকলের সঙ্গে মাটির ভাঁড়ে চা পানও করেন।



এবারের ২১ জুলাই শুধু 'শহিদ দিবস' হিসেবেই ন, 'শ্রদ্ধা দিবস' হিসেবেও পালন করছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হওয়া দলের কর্মীদের শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code