Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যসভার সাংসদ হবার পর আলাদা রাজ্যের দাবী নিয়ে কি বললেন অনন্ত মহারাজ !

রাজ্যসভার সাংসদ হবার পর আলাদা রাজ্যের দাবী নিয়ে কি বললেন অনন্ত মহারাজ !




রাজ্যসভার সাংসদ হবার পর প্রথম মদনমোহন বাড়িতে পূজো দিলেন অনন্ত মহারাজ ওরফে নগেন রায়।

পুজো দিয়ে তিনি জানান আমি আমার পূর্বপুরুষের মন্দির মা ভবানী মা কালী মা চন্ডী এবং মদন ঠাকুরকে পুজো দিয়ে সমগ্র রাজ্যের মানুষের মঙ্গল কামনা করলাম। এরপর তিনি বলেন আমি সংসদ হয়ে সমস্ত এলাকাটি পরিদর্শন করব মানুষের জন্য যখন যা বলবে সবই উচ্চকক্ষে জানাবো।

তবে এখানেও তিনি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব উচ্চকক্ষের জানাবেন কিনা সেই বিষয়ে তিনি বলেন যা বলার উচ্চ কক্ষে বলবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code