Mahadev: দলে দলে মন্দির চত্বরে ভক্তদের ঢল, কারন জানলে আপনিও অবাক হবেন



আসানসোল, রামকৃষ্ণ চ্যাটার্জী:

বাংলা ক‍্যালেণ্ডার অনুসারে শ্রাবণ মাসের শুরু এখনো হয়নি। তবে হিন্দি বলয়ে শ্রাবণের সূচনা হয় আগেই। তাছাড়াও হিন্দুমতে সোমবার ভগবান শিবের আরাধনার দিন। সেই সূত্র ধরেই সোমবার ভক্তদের সমাগম ঘটেছিল সালানপুর ব্লকের নাকড়াজোড়া বেলডাঙা গ্রামের শিব মন্দিরে।

সেখানে মহাদেব শিবের আরাধনা ও জলাভিষেকের সময় ভক্তরা এক অদ্ভূত জিনিষ লক্ষ‍্য করেন এদিন। দেখেন ভগবান শিব ও তার সঙ্গী নন্দীর কাছে চামচে করে দুধ জল ধরতেই তা ক্ষণিকের মধ‍্যে উবে যাচ্ছে। মুহূর্তের মধ‍্যেই এলাকায় ভগবান শিব ও তার অনুচর নন্দীর মহিমা ছড়িয়ে পড়ে এলাকায়।

এরপরেই দলে দলে মন্দির চত্বরে ভক্তদের ঢল নামতে শুরু করে। তারা সকলেই নিজের হাতে নন্দী ও শিবকে দুধ সেবন করিয়ে পূণ‍্যার্জন করতে চান।

যারা এর মধ‍্যেই দুধ সেবন করাতে পেরেছেন তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। একই সাথে তারা দাবি করেন এলাকায় মহাদেব প্রকট হয়েছেন। তাই তার অপূর্ব লীলার সাক্ষী হতে পেরেছেন তারা। এ তাদের পরম সৌভাগ‍্য ও আশীর্বাদ।