Breaking News: উত্তপ্ত দিনহাটা, স্ট্রং রুমে বিজেপি নেতার ঢোকার অভিযোগ, বিক্ষোভ তৃণমূলের 


Dinhata DCRD


ফের উত্তপ্ত দিনহাটা। এবার দিনহাটা শহরে থানার সামনে দিনহাটা এক নং ব্লকের ডিসিআরসি সেন্টার দিনহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে উত্তেজনা। দিনহাটা ১নং ব্লকের ডিসিআরসি সেন্টারের স্ট্রং রুমে বিজেপি নেতা অজয় রায়ের প্রবেশের অভিযোগ। এই ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূল নেতা কর্মীরা ডিসিআরসি সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। স্পটে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অজয় রায়ও। তৃণমূল নেতা কর্মীরা এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে।


 


স্ট্রং রুমে বিজেপি নেতা অজয় রায়ের ঢোকার অভিযোগ উঠতেই দিনহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয় তৃণমূল নেতা কর্মীরা। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অজয় রায়কে গ্রেফতারের দাবিও জানায় তৃণমূল। এদিকে অজয় রায় সেখান থেকে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ভাঙা হয় বিজেপি নেতার গাড়ি। ব্যাপক উত্তেজনার মধ্য দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার সাংসদ উদয়ন গুহ বিষয়টি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। 



যদিও বিজেপি নেতা অজয় রায়ের অভিযোগ তাঁদের ১০টায় আসার কথা বলা হয়েছে কিন্তু আগে এসেই তিনি দেখেন স্ট্রং রুম খোলা এমনটাই অভিযোগ। অজয় রায়ের অভিযোগ, সময়ের আগেই স্ট্রং খোলার খবর পেয়েই তিনি এসে পৌঁছান এবং দেহরক্ষীদের নিয়ে গিয়ে দেখেন আগেই খুলেছে স্ট্রং রুম। তা সাংবাদিকদের সামনে এসে অভিযোগ করেন অজয় রায়। অজয় রায়ের স্ট্রং রুমে ঢোকার খবর পেয়ে ডিসিআরসিতে পৌঁছায় উদয়ন গুহ ও তৃণমূল কর্মী সমর্থকরা। অনুমতি না নিয়েই স্ট্রং রুমে ঢোকায় অজয় রায়ের গ্রেফতারির দাবি তোলে তৃণমূল। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।