ভোট প্রচারে কেপিপি (ইউ) -এর মনোনীত প্রার্থী তরুণ আইনজীবী রঞ্জিত বর্মন
নিজস্ব সংবাদদাতা,ধূপগুড়িঃ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন । ভোট প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল । বিভিন্ন দলের পাশাপাশি এবার ভোট প্রচারে কামতাপুর পিপলস্ পার্টি (ইউ) - এর মনোনীত প্রার্থী তরুণ আইনজীবী রঞ্জিত বর্মন ।
যেখানে জেলা পরিষদের প্রার্থীদের ভরসা অঞ্চল নেতৃত্ব ও ব্লক স্তরের নেতাকর্মীরা সেখানে কোন নেতার উপর ভরসা না করেই বাড়ি বাড়ি ঘুরে নিজের প্রচার চালাচ্ছেন এই তরুণ আইনজীবী । জলপাইগুড়ি জেলা পরিষদের ধূপগুড়ির ৫নং আসনের কামতাপুর পিপলস্ পার্টি (ইউ) -এর মনোনীত প্রার্থী হিসেবে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দাড়িয়েছেন তিনি । ভোট প্রচারে একটুও খামতি না রেখে বাড়ি বাড়ি ঘুরে মানুষের কাছে পৌঁছে নিজের ভোট প্রচার চালাচ্ছেন তিনি।
রঞ্জিত বর্মন বলেন, ‘শাসকদল ও রাজ্যের ক্ষমতাসীন দলের প্রার্থীরা টাকা দিয়ে নয়তো ভয় দেখিয়ে লোভ লালসা দিয়ে ওরা ভোট চাইছে আর আমি মানুষের মনে জায়গা করে নিচ্ছি । আমি আশাবাদী মানুষ আমার পাশে থাকবে ।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊