প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও নয়া মোড়, আরও কড়া বিচারপতি

kolkata high court



মঙ্গলবার হাই কোর্টে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির (Primary Teacher Recruitment Scam) অভিযোগ তুলে নতুন একটি মামলা দায়ের হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, প্রাথমিকের নিয়োগে পরিকল্পিত দুর্নীতি হয়েছে, মানিক ‘ছক কষেই দুর্নীতি করেছেন।


এবার এই নতুন মামলায় (Primary Teacher Recruitment Scam) সিবিআই, ইডিকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় (Primary Teacher Recruitment Scam) দুর্নীতির অভিযোগ তুলে নতুন একটি মামলা দায়ের হয়। সেই মামলা প্রসঙ্গেই এই নির্দেশ।


বিচারপতি অভিজিৎ গঙ্গোপা ধ্যায়ের এজলাসে ওঠা এই মামলাটি দায়ের করেন সুকান্ত প্রামাণিক । আজ তার তরফে আইনজীবী ছিলেন দিব্যেন্দু চট্টোপাধ্যায়।


প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির পদ থেকে আগেই অপসারণ করা হয়েছিল মানিককে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন।


এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, প্রাথমিকের নিয়োগে পরিকল্পিত দুর্নীতি হয়েছে। যার নেপথ্যে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিক ছক কষে দুর্নীতি (Primary Teacher Recruitment Scam) করেছেন।


প্রাথমিকের নতুন মামলায় মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি (Primary Teacher Recruitment Scam) নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘যে ব্যক্তি টাকার বিনিময়ে সুবিধা পাইয়ে দিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে।’’


সিবিআই কে উদ্দেশ্য করে বিচারপতি জানান- "গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব, কড়া পদক্ষেপ নেব।"


সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিনী শেনভিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ‘‘এই মামলাটি আইনজীবীদের কাছ থেকে দক্ষ অফিসারদের পাঠিয়ে বুঝে নিতে হবে মঙ্গলবারই। প্রেসিডেন্সি জেলে গিয়ে দক্ষ অফিসারদের মানিককে জিজ্ঞাসাবাদ করতে হবে।’’