মাংস কিনলেই মিলবে হাঁড়ি কড়াই! উপচে পড়ছে ভিড়.. কোথায় এই হাট জানেন কি?

হাড়ি



বর্ষার দাপটে অতি বৃষ্টির পর আকাশে একটু একটু উঁকি দিচ্ছে সূর্য। তার মাঝেই রোদে ঝলমল করে উঠছে পাহাড়। আবহাওয়া একটু ভালো হতেই ফের জমে উঠলো জঙ্গলের মাঝে সাপ্তাহিক হাট। দীর্ঘ সাত দিন পর হাট মুখী হতে দেখা গেল চা বাগান শ্রমিক থেকে শুরু করে বন বস্তিবাসীদের। চারদিক ঘন জঙ্গলে ঘেরা, রয়েছে জীব জন্তুর ভয়। জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে মাটির রাস্তা,আর সেই রাস্তা দিয়েই পৌঁছতে হয় সাপ্তাহিক হাটে। যার নাম "সরস্বতীরপুর "। 

প্রতি রবিবার হাট বসলেও বৃষ্টির কারণে কয়েকদিন ঠিকমতো হাট বসেনি। তবে বৃষ্টি কমতেই ফের জমে উঠেছে সরস্বতীপুর হাট। অন্যান্য জিনিসের থেকেও এই হাটে বিখ্যাত মাংস। এখানে মুরগির মাংস থেকে শুরু করে খাসির মাংস ,এমনকি শুয়োরের মাংসও মেলে।



নিজেদের পছন্দমতো মাংস কিনতে প্রতি রবিবার এখানে ভিড় জমায় ক্রেতারা। মাংস কেনার সাথে এখানে এক বিশেষত্ব রয়েছে। ইচ্ছে হলেই জঙ্গলের মাঝে নিরিবিলি পরিবেশে আপনার সেই কেনা মাংস দিয়ে মধ্যাহ্ন ভোজন করে আসতে পারেন । সরস্বতীপুর হাটে সেই ব্যবস্থাও আছে। মাংস কিনলেই সেই মাংস রান্না করার হাঁড়ি, কড়াই যাবতীয় বাসনপত্র বিনামূল্যে দেয় দোকানদাররা। 

জঙ্গলের মাঝে রান্না করে পুনরায় সেই হাঁড়ি, কড়াই দোকানে ফেরত দিতে হয়। দীর্ঘদিন ধরে চলছে এই ব্যবস্থা। এতে ক্রেতারাও যেমন খুশি তেমনি দোকানদারদেরও বেড়েছে মাংস বিক্রি। 

জঙ্গলের মাঝে মাংস রান্না করে খেতে প্রতি রবিবার হাটের দিন ভিড় জমায় প্রচুর মানুষ। চাইলে আপনিও কিন্তু সবুজের মাঝে খানিক সময় কাটাতেই পারেন।