বেড়েছে জল, পূর্ণভবা নদী তীরবর্তী বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে চিন্তায়


Purnavaba river


গত কয়েকদিন ধরে টানা প্রবল ও ভারি বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ। আর সেই কারণে নদী তীরবর্তী বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে চিন্তায়। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। 



উল্লেখ্য, গঙ্গারামপুর শহরের বুক চিরে বয়ে চলেছে অতি প্রাচীন পুনর্ভবা নদী। আর গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে পূর্ণভবা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে যে কারণে, গঙ্গারামপুর পৌরসভার নদী তীরবর্তী পাঁচটি ওয়ার্ডের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে আতঙ্কে। 



প্রসঙ্গত, ২০১৭ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা কার্যত তাদের স্মৃতিতে উস্কে দিচ্ছে। আর সেই কারণেই গঙ্গারামপুর শহরের নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে রয়েছেন বিভীষিকার মধ্য দিয়ে রাত্রি যাপন করছেন। 
 


এমত অবস্থায় গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র নদী তীরবর্তী বাসিন্দাদের আশ্বস্ত করেছেন যে, গঙ্গারামপুর পৌরসভা ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সদা প্রস্তুত রয়েছে বন্যা মোকাবেলায়।