Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির বুথ সহসভাপতির খুনের ঘটনায় গ্রেফতার আরও ১, ৮দিনের পুলিশি হেফাজত আদালতের

বিজেপির বুথ সহসভাপতির খুনের ঘটনায় গ্রেফতার আরও ১, ৮দিনের পুলিশি হেফাজত আদালতের 

Murder case



মহম্মদবাজার ব্লকের সারেন্ডা গ্রামে দিলীপ মাহারা খুনে আরো একজনকে বাড়ী থেকে গ্রেপ্তার করলো পুলিশ । ধৃতের নাম - ধনঞ্জয় মাহারা, বাড়ী সারেনডা গ্রামে । সাতেরো জুলাই সিউড়ি আদালতে তোলা হলে ধৃতকে আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক । 



স্পেশাল এপিপি তপন গোস্বামী বলেন, "প্রদীপ মাহারা নামে একজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল । ধনঞ্জয় মাহারা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আদালতে তোলা হলে পুলিশ দশদিনের হেফাজত চায় কিন্তু আটদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন মহামান্য বিচারক ।" 



আগেই দিলীপের টিন পিটানো সহযোগী প্রদীপ মাহারাকে গ্রেপ্তার করেছিল মহম্মদবাজার থানার পুলিশ । সাত জুলাই সিউড়ি স্পেশাল আদালতে তোলা হলে ধৃতকে দশদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । 



প্রসঙ্গত উল্লেখ্য, ছয় জুলাই ভোরে সারেনডা থেকে চন্দ্রপুর গ্রাম যাওয়ার রাস্তার কুলুপুকুরের ধার থেকে মহম্মদবাজার বি মন্ডলের হিংলো গ্রামপঞ্চায়েতের ২২৪ নং বুথের বিজেপি সহসভাপতি দিলীপ মাহারার (৪৮) মৃতদেহ উদ্ধার হয় । বাড়ী সারেন্ডা গ্রামে । দিলীপের স্ত্রী ছবি মাহারা পালান সংসদ থেকে নির্দল প্রার্থী ছিল । পুলিশকে ঘিরে চলেছিল বিক্ষোভ । সিবিআই তদন্তের দাবি করেছিল পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । দুপুরে পুলিশ কুকুর তদন্তে আসে । তদন্তের দাবিতে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহম্মদবাজারে ষাটনং জাতীয় সড়ক অবরোধ করেছিল বিজেপি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code