বিজেপির বুথ সহসভাপতির খুনের ঘটনায় গ্রেফতার আরও ১, ৮দিনের পুলিশি হেফাজত আদালতের 

Murder case



মহম্মদবাজার ব্লকের সারেন্ডা গ্রামে দিলীপ মাহারা খুনে আরো একজনকে বাড়ী থেকে গ্রেপ্তার করলো পুলিশ । ধৃতের নাম - ধনঞ্জয় মাহারা, বাড়ী সারেনডা গ্রামে । সাতেরো জুলাই সিউড়ি আদালতে তোলা হলে ধৃতকে আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক । 



স্পেশাল এপিপি তপন গোস্বামী বলেন, "প্রদীপ মাহারা নামে একজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল । ধনঞ্জয় মাহারা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আদালতে তোলা হলে পুলিশ দশদিনের হেফাজত চায় কিন্তু আটদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন মহামান্য বিচারক ।" 



আগেই দিলীপের টিন পিটানো সহযোগী প্রদীপ মাহারাকে গ্রেপ্তার করেছিল মহম্মদবাজার থানার পুলিশ । সাত জুলাই সিউড়ি স্পেশাল আদালতে তোলা হলে ধৃতকে দশদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । 



প্রসঙ্গত উল্লেখ্য, ছয় জুলাই ভোরে সারেনডা থেকে চন্দ্রপুর গ্রাম যাওয়ার রাস্তার কুলুপুকুরের ধার থেকে মহম্মদবাজার বি মন্ডলের হিংলো গ্রামপঞ্চায়েতের ২২৪ নং বুথের বিজেপি সহসভাপতি দিলীপ মাহারার (৪৮) মৃতদেহ উদ্ধার হয় । বাড়ী সারেন্ডা গ্রামে । দিলীপের স্ত্রী ছবি মাহারা পালান সংসদ থেকে নির্দল প্রার্থী ছিল । পুলিশকে ঘিরে চলেছিল বিক্ষোভ । সিবিআই তদন্তের দাবি করেছিল পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । দুপুরে পুলিশ কুকুর তদন্তে আসে । তদন্তের দাবিতে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহম্মদবাজারে ষাটনং জাতীয় সড়ক অবরোধ করেছিল বিজেপি ।