সুব্রত কাপ এর ধূপগুড়ি জোনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বানারহাট হাই স্কুল ক্রীড়াঙ্গন ও তরুণ সংঘের মাঠে

Subrata Cup



জয়ন্ত বর্মণ, জলপাইগুড়ি

বানারহাট হাই স্কুল এর ক্রীড়াঙ্গন ও তরুণ সংঘের মাঠে সুব্রত কাপ এর ধূপগুড়ি জোনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই খেলার উদ্বোধন করেন বানারহাট হাই স্কুলের প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য ও ধুপগুড়ির দিব্যজ্যোতি বিদ্যাশ্রম হাইস্কুলে র প্রধান শিক্ষক সুদীপ মল্লিক।



চোদ্দ বছর বয়সীদের খেলায় চাম্পিয়ন হয়েছে গয়েরকাটা হাই স্কুল এবং সতেরো বছর বয়সী দের খেলায় চাম্পিয়ন হয়েছে বৈরাতিগুড়ি হাই স্কুল। দুই বিভাগেই রানার্স আপ হয়েছে বানারহাট হাই স্কুল।



গয়েরকাটা হাই স্কুলে র সপ্তম শ্রেণীর ছাত্র জনসন তিরকী ও বৈরাতিগুড়ি হাই স্কুলে র রাজা রায় কে অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের জন্য পুরস্কৃত করা হয়। খেলা শেষে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয় ধুপগুড়ি বিদ্যালয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।