Latest News

6/recent/ticker-posts

Ad Code

২১ শে জুলাই শহীদ সভায় যোগদান করতে পায়ে হেটে রওনা দিলেন শের আলী

২১ শে জুলাই শহীদ সভায় যোগদান করতে পায়ে হেটে রওনা দিলেন শের আলী

TMC


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

২১ শে জুলাই শহীদ সভায় যোগদান করতে পায়ে হেটে বর্ধমান থেকে কোলকাতায় যাবেন শের আলী।বর্ধমান পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা শের আলী দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। ১৯৯৮ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর থেকে রাজ্য, জেলার বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত অনুষ্ঠানে যোগদান করেন।গত আট বছর ধরে কোলকাতার শহীদ স্মরণে উপস্থিত থাকেন শের আলী। এবছরও ধর্মতলার শহীদ স্মরণে যাবেন শের আলী। 




২১ জুলাই ভোররাতে ঘর থেকে বেরোবেন তৃণমূল কংগ্রেস একনিষ্ট সমর্থক শের আলী। মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে আগামী কাল পায়ে হেটেই কোলকাতায় যাবেন বলে জানান তিনি।



এবারে তিনি মাথায় চুল কেটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম লিখেছেন। এই ভাবে আট বছর ধরে ২১শে জুলাই সভায় যোগ দিতে যান শের আলি। বর্ধমান শহরের এই রকম অন্ধ ভক্ত খুব কমই আছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচীতে তাকে দেখা যায়।




শের আলী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা তারা যদি পায়ে হেঁটে সব জায়গায় যেতে পারে তবে আমি পরবো না কেন। শের আলী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য যখন এতো কিছু করছেন তাদের জন্য আমার শখ হয় আমি তাদের জন্য কিছু করি আর সেই কারনেই মাথার চুল কেটে এই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম লেখা এবং তৃণমূলের প্রতীক চিহ্ন আকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code