Latest News

6/recent/ticker-posts

Ad Code

School Education: শিক্ষা ব্যবস্থায় বিনিময় প্রথা, খামতি মেটাবে স্কুলের!

শিক্ষা ব্যবস্থায় বিনিময় প্রথা, খামতি মেটাবে স্কুলের! 

School Education


বিনিময় প্রথা চালু হতে চলেছে শিক্ষা ব্যবস্থায়। শিক্ষাদপ্তর সূত্রে তেমনটাই খবর। শিক্ষাব্যবস্থায় কিভাবে কাজ করবে এই বিনিময় প্রথা? জানা যাচ্ছে, এক স্কুলের খামতি মেটাবে আর এক স্কুল। এই শিক্ষার বিনিময় প্রথার মাধ্যমে সরকার পোষিত ও সরকারি স্কুল গুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করছে শিক্ষা দফতর। তবে এই ভাবে বিনিময়ের মাধ্যমে খামতি মেটানো কতটা সম্ভব হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।



শিক্ষা দপ্তরের এক কর্তার ব্যাখা অনুসারে, ১০টি স্কুল মিলে একটি ক্লাস্টার তৈরি হবে। এই দশ স্কুল একে অপরকে সাহায্য করবে। ধরা যাক কোনো এক স্কুলে ইতিহাসের শিক্ষক নেই অন্য স্কুলের ইতিহাস শিক্ষক সেই স্কুলে পড়াবে আবার হয় তো অন্য কোনো স্কুলে বাংলার শিক্ষক নেই সেক্ষেত্রে বাংলার শিক্ষক অন্য কোনো স্কুল যাবে। এভাবেই বিনিময় প্রথার মাধ্যমে স্কুল গুলির খামতি মিটবে।



শিক্ষার সঙ্গে যুক্ত ও শিক্ষাবিদ মানুষেরা মনে করছে এই প্রক্রিয়ার মাধ্যমে স্কুল গুলির সাময়িক সমস্যা সমাধান হলেও সার্বিক ভাবে স্থায়ী সমাধান হবে না। যে সকল স্কুল পরিকাঠামোর অভাবে ধুঁকছে সেই সকল স্কুলের উন্নয়ন হবে না। দরকার শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগ করলেই এই বিনিময় প্রথার প্রয়োজন হবে না। আর তাতে করে স্থায়ী সমাধান হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code