Latest News

6/recent/ticker-posts

Ad Code

Flood Alert: দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি

Flood Alert: দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি 

Flood Alert



দিনহাটা: পাহাড়ে টানা কয়েকদিন বৃষ্টির ফলে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পেয়েছে কোচবিহারের একাধিক নদীর। কোচবিহার জেলার তোর্সা, জলঢাকা, রায়ডাক সহ একাধিক নদী উঠেছে ফুলেফেঁপে। ফলে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির।

কোচবিহারের দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় জলঢাকা তথা ধরলা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়ছে পার্শ্ববর্তী এলাকায়। দিনহাটা ১ নং ব্লকের গিতালদহ ২ নং অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত বন্যার জলে।

বিশেষ করে ইন্দো বাংলা সীমান্ত ঘেঁষা দরিবস, জারিধরলা এই দুইটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মূল ভারতীয় ভূখণ্ডের সাথে। গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করছেন বৃষ্টি যদি না কমে আর নদীর জলস্তর যদি এভাবে বাড়তে থাকে তাহলে আজ শুক্রবার দুপুর নাগাদ বেশিরভাগ বাড়ি তলিয়ে যাবে জলের তলায়।

সেক্ষেত্রে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যেই যেসব বাড়ি তলিয়ে গিয়েছে প্রশাসনের তরফে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার ব্যাবস্থা করা হচ্ছে। তবে এলাকাবাসী দাবি জানাচ্ছেন প্রশাসন যদি সঠিক সময়ে নদীর বাঁধ নির্মাণ করত তাহলে তাদের প্রত্যেক বছর এই দুর্ভোগে পড়তে হতো না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code