Fact Finding Team: ভোট পূর্বে ও ভোট পরবর্তী হিংসার খতিয়ান নিতে কোচবিহারে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম


Fact Finding Team



কোচবিহার: ভোট পূর্বে ও ভোট পরবর্তী হিংসার খতিয়ান নিতেই এ রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শুক্রবার সকালে নিউ কোচবিহার স্টেশন পর্যন্ত ট্রেনে চেপে কোচবিহারে পৌঁছোল বিজেপির পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই টিমে নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।




এদিন নিউ কোচবিহার রেলস্টেশনে নামা মাত্রই সংবাদ মাধ্যমের সামনে পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রবিশংকর। পাশাপাশি, গতকাল বৃহস্পতিবার বিহারে বিজেপি নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দাও করেন।


শুক্রবার সকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ এর নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিউ কোচবিহার স্টেশনে নেমে সেখান থেকে শহরের একটি বেসরকারি হোটেলে এসে উপস্থিত হয়। সেখানেই তিনি ও তার টিম আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করেন।


শুক্রবার নিউ কোচবিহার রেলস্টেশনে রবিশংকর প্রসাদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়। জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে রবিশংকর এদিন কোচবিহারে আক্রান্ত বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করবেন।