মথুরাপুরে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী
রবিবার সকাল আটটা নাগাদ বনগ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে মুখে গামছা বাঁধা অবস্থায় বাষট্টি বছরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে সাইথিয়া থানার পুলিশ । মৃতের নাম ভাগ্যবতী বায়েন । বৃদ্ধাকে ধর্ষন করে খুন করা হয়েছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । বাড়িতে একাই থাকতো ওই বৃদ্ধা মহিলা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় ।
সিউড়ি সদর হাসপাতালের মর্গের বাইরে পবন দাস বলেন, "তিনবছর আগে কাকা মারা যাওয়ার পর কাকিমা একাই থাকতো । দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । আমাদের সন্দেহ পাড়ার ৩৬/৩৭ বছরের একটা ছেলে এইরকম করেছে সেইকথা পুলিশকে জানিয়েছি । ওই ছেলেটা কাকিমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইতো । কাকিমাকে হুমকি দিতো । দিনে আসতো না কিন্তু রাতের বেলায় কাকিমার ঘরে আসতো । কাকিমা মেয়ের ঘর গেলে চাল,ডাল চুরি করে নিতো ।"
মৃতের মেয়ে পম্পা দাস সাইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে মথুরাপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মন্ডলকে গ্রেপ্তার করেছে সাইথিয়া থানার পুলিশ । বুদ্ধদেব খুন করার কথা স্বীকার করেছে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে । ভাগ্যবতী বুদ্ধদেবের কাছে পাঁচশো টাকা ধার নিয়েছিল । শনিবার রাত নয়টা নাগাদ বুদ্ধদেব সেই টাকা ফেরত আনতে যায় । তারপর গন্ডগোলের জেরে বুদ্ধদেব ভাগ্যবতীকে শ্বাসরোধ করে খুন করে বলে পুলিশের প্রাথমিক অনুমান ।
সোমবার চব্বিশে জুলাই দুপুরে মথুরাপুর গ্রামে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী মফুজা খাতুন,মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, সহসভানেত্রী গাগী দাসঘোষ, বীরভূম জেলা সভানেত্রী রশ্মি দে সহ মহিলা মোর্চা প্রতিনিধি দল । স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে ঘটনার বিবরণ শোনেন ।
বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "মুখে গামছা বাঁধা ব্লাউজ ছেড়া রক্তাক্ত দেহ উদ্ধার হয় । স্থানীয় বাসিন্দারা বলছে ধর্ষন করে খুন কিন্তু পুলিশ তৃনমূলের এতোটাই দলদাস হয়েছে সেটা জানছে না । যে অভিযুক্ত (বুদ্ধদেব মন্ডল) সে নিজের স্ত্রীকে পুড়িয়ে মেরেছে লোকের ঘরে চুরি করে । তার জ্বালায় অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা ক্লাবে জানালে ক্লাব বিচার করেছে । পুলিশ প্রশাসন তৃনমূল নেতা বিধায়ক প্রধান উপপ্রধানের অঙ্গুলিহেলনে এইরকম কাজ করে বেড়াচ্ছে ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊