Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবারে পূজোর চমক দিতে চলেছে ধূপগুড়ির এস.টি.এস ক্লাব

এবারে পূজোর চমক দিতে চলেছে ধূপগুড়ির এস.টি.এস ক্লাব

Dhupguri STC Club


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

বৃহস্পতিবার খুঁটি পুজো উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন করলো ধূপগুড়ির এস টি এস ক্লাব। এদিন সন্ধ্যায় ক্লাব চত্বরে সাংবাদিক সম্মেলন এ উপস্থিত ছিলেন , ক্লাবের সেক্রেটারি দীপক সাহা, সুশীল বৈদ্য সাংস্কৃতিক সম্পাদক , মুকুল বোস কোষাধক্ষ , ক্লাব সদস্য অমিত কুমার মিত্র। 



এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাব সম্পাদক দীপক সাহা বলেন, আগামী ৩ তারিখে খুঁটিপুজোর মাধ্যমে ক্লাবের মাধ্যমে ৫৩ তম বছরে কালীপুজোর শুভ সূচনা করা হবে। পাশাপাশি খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে এসটিএস ক্লাব প্রতিপক্ষ এদিন সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন। 



করোনা মহামারীর কারণে ক্লাবের ৫০ তম বর্ষ বড় করে উদযাপন করতে না পারার দরুন এ বছর এসটিএস ক্লাবের পুজো ৫৩ তম বর্ষে পদার্পণ করলেও সুবর্ণ জয়ন্তী বছরে বিশেষ চমক থাকছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানায়। এবারে তাদের ক্লাবের থিম থাকছে দক্ষিণ সিকিমের নামচির চারধাম প্রতিমা মেদিনীপুরের শিল্পী পাশাপাশি আলোক সজ্জাতেও বিশেষ আকর্ষণ রাখছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code