D.EL.ED. vs B.ED.: ডিইএলএড বনাম বিএড মামলার শুনানি সুপ্রিমকোর্টে, কবে?

D.el.ed vs B.ed.




প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে প্রার্থীরা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা অংশ বিএড আর একটা অংশ ডিএলএড। সেই ডিইএলএড বনাম বিএড মামলার শুনানি আগামী ২৪শে জুলাই সুপ্রিমকোর্টে। জানা যাচ্ছে, সুপ্রিমকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট এই মামলাটিকে এই মামলাটি ফাইল হয়েছে যা ২৪শে জুলাই শুনানি হবে।



প্রাথমিক শিক্ষক নিয়োগে D.EL.ED প্রার্থীরা বঞ্চিত হওয়ার অভিযোগে একাধিক রাজ্যে মামলা হয়। বাংলাতেও চলছে এরকম একটি মামলা। অন্যদিকে রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের পক্ষে রায় দেয় আবার হিমাচল প্রদেশে তেমন কোনো রায় দেয়নি। NCTE রাজস্থান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে গেলে শুনানি হয় কিন্তু রিজার্ভ রাখা হয় রায়। এই রায়ের ওপর নির্ভর করছে বিএড প্রার্থীদের প্রাথমিকে ভবিষ্যত।



প্রসঙ্গত, প্রাথমিকে ১৬৫০০ পদে মেধা তালিকা প্রকাশের পরেই দানা বাঁধে বিতর্ক। অভিযোগ ওঠে ডিএলেড প্রার্থীদের বঞ্চিত করে সুযোগ দেওয়া হচ্ছে বিএড প্রার্থীদের। যেখানে প্রাথমিকে ডিএলএড প্রার্থীদের সুযোগ দেওয়ার কথা সেখানে বিএড প্রার্থীদের অবৈধভাবে সুযোগ দেওয়া হচ্ছে এমনই গুরুতর অভিযোগ সামনে আসে।