No Trust Motion: সংসদে অনাস্থা প্রস্তাব আনলো কংগ্রেস
উত্তাল মণিপুর। আর মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সংসদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি। গত দু'মাসেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর (Manipur Violence) তা নিয়েই সংসদে জমা পড়লো অনাস্থা প্রস্তাব। লোকসভার সেক্রেটারি জেনারেলের ঘরে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল কংগ্রেস এবং কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি। বুধবার কংগ্রেসের তরফে লোকসভায় অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন সেখানে কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ। BRS-এর তরফে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন সাংসদ নাম নাগেশ্বর রাও।
অনাস্থা প্রস্তাবের আওতায় সরকারের সংখ্যাগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ জানাতে পারেন বিরোধীরা। যদি তা পাস হয়, সরকারকে ক্ষমতা ছাড়তে হয়। লোকসভার স্পিকার এই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করেন। পক্ষে বা বিপক্ষে, যে পক্ষে বেশি ভোট পড়ে, সেটিই গৃহীত হয়। তবে সংসদে সংখ্যা গরিষ্ঠতা বেশি রয়েছে বিজেপির ফলে অনাস্থার থেকে প্রধানমন্ত্রীর বিবৃতিই লক্ষ্য বিরোধীদের।
মোদি সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর বক্তব্য, "নরেন্দ্র মোদি এবং বিজেপি-র উপর ভরসা রয়েছে মানুষের। আগের বারও একবার অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। দেশের মানুষ সেবারও ওঁদের উচিত শিক্ষা দিয়েছিলেন।"
BRS সাংসদ নাগেশ্বর বলেন, "দলের হয়ে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে মণিপুর নিয়ে আলোচনা চাইছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী বিবৃতি দিলে শান্তির বার্তা পাওয়া যাবে। সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊