পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়


High Court


পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ না মানার অভিযোগে এই পদক্ষেপ বিচারপতির। বিচারপতি আরও বলেন, “আমি মনে করি, আপনি শারীরিক ভাবে এই পদে কাজ করতে অপারগ।'




রাজ্যের শিক্ষা সচিবকে এবিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান মধুসূদনবাবুকে এক শিক্ষকের বদলি সংক্রান্ত মামলায় বিচারপতি চেয়ারম্যানকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এক কর্মীকে দিয়ে হলফনামা জমা করেন। কিন্তু আদালতে এদিন হাজির হলে বিচারপতি ছুটিতে যেতে বলেন।



মধুসূদনবাবু আদালতে জানান, পর পর করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন আর তাই পদস্থ কর্মীকে দিয়ে হলফনামা জমা করান। এরজন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তাতে সন্তুষ্ট হননি বিচারক।



এদিকে মধুসূদন বাবু জানান আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি বদলি সংক্রান্ত মালাতেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।