Primary Teacher Recruitment Scam: টাকা দিয়ে বদলি ! প্রাথমিক শিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ন নির্দেশ বিচারপতির 

kolkata HC



নিউজ ডেস্ক: মঙ্গলবার হাই কোর্টে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির (Primary Teacher Recruitment Scam) অভিযোগ তুলে নতুন একটি মামলা দায়ের হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, প্রাথমিকের নিয়োগে পরিকল্পিত দুর্নীতি হয়েছে, মানিক ‘ছক কষেই দুর্নীতি করেছেন। এই নতুন মামলায় (Primary Teacher Recruitment Scam) সিবিআই, ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।


এই মামলার তদন্ত সেদিনই শুরু করে CBI - বেশ কয়েকটি জেলায় প্রাথমিক শিক্ষকদের পোস্টিংয়ে আর্থিক লেনদেন মামলায় মানিক ভট্টাচার্যকে জেরা করেছে সিবিআই। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে জেরা। বুধবার তা শেষ হয়েছে।


বুধবার আদালতে মামলা উঠলে সিবিআই বিচারপতিকে জানায়, এফআইআর দায়ের করেছে তারা। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, সন্দেহভাজন চাকরিজীবীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, অনেকের চাকরি বাতিল করার প্রক্রিয়াও শুরু হয়েছে।


দু’পক্ষের সওয়াল জবাব শোনার পরেই বিচারপতি মন্তব্য করেন, ‘একটা লড়া ই চলছে, যুদ্ধ এখনও বাকি! পোস্টিংয়ের নামে যদি ৪০০ জনের থেকে ১ লক্ষ টাকা করেও নেওয়া হয়, তাহলেও চার কোটি টাকার দুর্নীতি হয়েছে।’


প্রাথমিকের শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment Scam) কাউন্সেলিংয়ের জন্য ২০২১ সালের ৬ জুলাই তালিকা বের করে পর্ষদ। ফলে বাধ্য হয়ে দূরের জেলায় চাকরি গ্রহণ করেন বহু শিক্ষক। কয়েক দিন পরে, ৩০ জুলাই ফের শূন্যপদের একটি তালিকা প্রকাশ করা হয়, তাতে দেখা যায় সবারই নিজের জেলায় শূন্যপদ আছে। মাত্র ২৩ দিনে কী করে তৈরি হল এই শূন্যপদ? প্রশ্ন তোলেন বিচারপতি।


বীরভূম, বাঁকুড়া, এবং মুর্শিদাবাদের যাঁরা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন (Primary Teacher Recruitment Scam) তাদের নাম, ঠিকানা, রোল নম্বর, বাবার নাম, ঠিকানা আগামী ১০ দিনের মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকেও (WBBPE) নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩ আগস্ট দুপুর দু’টোয় মামলার পরবর্তী শুনানি ।