Buddhadeb Bhattacharjee Hospitalised: দীর্ঘদিন নেই দেখা-সাক্ষাৎ, বুদ্ধদেবের অসুস্থ্যতার খবরে হাসপাতালে ছুটে গেলেন বিমান

Biman Basu



কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন বাংলার রাজনীতিতে লড়াই করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসু। শারীরিক অসুস্থতার কারণে কার্যত ঘরবন্দি হয়ে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee Health Updates) ফলে বিমান বসুর সঙ্গে দেখা-সাক্ষাৎ নেই অনেকদিন। এদিকে এখনও বামফ্রন্টের চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন বিমান বসু। দেখা-সাক্ষাৎ না হওয়ায় মাঝে আক্ষেপ করতেও শোনা গিয়েছিল বিমানকে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই হাসপাতালে ছুটলেন বিমান বসু।



রবিবার দুপুরে বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে হাজির হলেন বিমান। কথা বললেন চিকিৎসদের সঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন। কেমন সাড়া দিচ্ছেন তা নিয়েও চিকিৎসকদের সাথে কথা বললেন বিমান বসু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নতুন কোনও কথা নেই। সূর্যকান্ত মিশ্র বোর্ডের বৈঠকে ছিলেন। চিকিৎসকরা প্যারামিটারগুলি দেখছেন। নতুন কিছু নেই তাতে। তবে অবশ্যই কালকের থেকে উন্নতি হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।"



এদিন হাসপাতালে যান সূর্যকান্ত মিশ্র, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তীও। বুদ্ধদেবের পরিবারের সদস্যরাও রয়েছেন হাসপাতালে।




প্রসঙ্গত গতকাল অসুস্থ হয়ে পড়েন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার থেকে জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকাল দুপুরে শ্বাসকষ্ট বাড়ায় পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠিয়ে, গ্রিন করিডর করে নিয়ে এসে উডল্যান্ডসে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি বুদ্ধবাবু।