Breaking News: গ্রেফতার বিজেপি নেতা অজয় রায়কে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত
গতকাল শুক্রবার আসাম বাংলা সীমান্তের বক্সিরহাট জোড়াই মোড়ে গ্রেফতার হন দিনহাটার দাপুটে বিজেপি নেতা অজয় রায়। আজ তাঁকে আদালতে পাঠায় দিনহাটা পুলিশ। আদালতে পাঠিয়ে দিনহাটা থানার পুলিশ ১৪দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানায় কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।
জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের রিপোলিং এর দিন দিনহাটা ১নং ব্লকের ডিসিআরসি দিনহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যালট বাক্স ঢোকানোর সময় স্ট্রং রুমের সামনে ঝামেলার অভিযোগে তৃণমূল নেতা বিশু ধর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের নামে মামলা করে। সেই মামলার তদন্তের স্বার্থেই অজয় রায়কে গ্রেফতার করে পুলিশ। তাই জিজ্ঞাসাবাদের জন্য ১৪দিন পুলিশি হেফাজত চাইলে আদালত ৫দিনের জেল হেফাজত দেন বলে জানান সরকারি আইনজীবী নিহারঞ্জন সরকার।
প্রসঙ্গত, গতকাল রাতে বিজেপি নেতা অজয় রায় দিনহাটা থেকে বক্সিরহাট হয়ে আসামের দিকে যাচ্ছিলেন। বক্সিরহাটের জোড়াই মোড় এলাকায় পুলিশ তাকে গ্রেফতার করে দিনহাটায় থানায় নিয়ে আসে। গতকাল জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তার বিরুদ্ধে দুটি ক্রিমিনাল কেস রয়েছে।
উল্লেখ্য একসময় তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা ছিলেন অজয় রায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, বিশেষ করে বর্তমান রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে দূরত্ব বাড়ার কারণে তিনি তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কিছু অভিযোগ ওঠে। দিনহাটা শহরে মন্ত্রী উদয়ন গুহের উপর হামলা ছাড়াও পঞ্চায়েত ভোটের আগের দিন রাতে দিনহাটা হাইস্কুলে ডিসি আর সি-র স্ট্রংরুমে বিডিও-র সঙ্গে প্রবেশসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊