Latest News

6/recent/ticker-posts

Ad Code

গৃহশিক্ষকের বাড়ির সামনে বোমাবাজি দিনহাটায়, আতঙ্কিত শিক্ষক সহ পরিবার

গৃহশিক্ষকের বাড়ির সামনে বোমাবাজি দিনহাটায়, আতঙ্কিত শিক্ষক সহ পরিবার 

dinhata


দিনহাটা: আবারও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ১ নং ব্লকের গিতালদহের ভোরাম গ্রাম। অভিযোগ আশরাফুল হক নামের স্থানীয় এক গৃহশিক্ষকের বাড়ির সামনে গতকাল গভীর রাতে বোমাবাজি করে দুস্কৃতীরা। 


বোমার আঘাতে ভেঙে চৌচির হয়ে যায় ওই গৃহ শিক্ষকের বাড়ির সামনে রাখা শৌচালয়ের স্লাব সহ রান্না ঘরের একাধিক জিনিসপত্র। 


ওই গৃহ শিক্ষক জানান গতকাল রাতে খাবার খেয়ে যখন তারা ঘুমাচ্ছিলেন ঠিক সেই সময় আচমকা বাড়ির সামনে বোমা ফাটার বিকট শব্দ পান তারা এবং সঙ্গে সঙ্গে বোমার ধোঁয়ায় ঘর ভরে যায়। তারপরেই বাইরে বেরিয়ে এলে দেখেন তাদের বাড়ির সামনেই বোমাবাজি হয়েছে। তিনি আরো জানান যেহেতু তিনি গৃহ শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত তাই কোন রাজনৈতিক দলের সঙ্গে তার পরিবার যুক্ত নন।


এদিকে বোমা ফাটার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় গিতালদহ ফাড়ির পুলিশ। তবে কে বা কারা কেন বোমাবাজি করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। 


ইতিমধ্যেই বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code