মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি, সংসদে ধরনায় INDIA জোট

Sangsad bhawan protest


মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানিয়ে প্রতিবাদে বিজেপি বিরোধী জোট INDIA। সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করে বিরোধী জোট শরিকরা। INDIA’র এই অবস্থান বিক্ষোভের নেতৃত্বে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। বিরোধী জোটের মূল দাবি সংসদের দুই সভা রাজ্যসভা ও লোকসভায় মণিপুর ইস্যুতে বিবৃতি দিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চেয়ে গান্ধী মূর্তির পাদদেশের আন্দোলনে দেখা গেল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়সহ বাংলার তৃণমূল সাংসদদের। তৃণমূলের প্রায় সব সাংসদকেই দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলতে।




প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধী জোট INDIA। সকাল থেকেই গাঁধী মূর্তির সামনে প্ল্যাকার্ড হাতে বিজেপি-বিরোধী স্লোগান তুলেছে বিরোধীরা। এদিকে বাংলার মালদহের ঘটনাকে ইস্যু করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিরোধীদের আটকাতে বিজেপি সবার আগে ধরনা করে গান্ধীমূর্তির পাদদেশে। বাংলার বিজেপি সাংসদরাই (BJP MP) মূলত ছিলেন। সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, খগেন মুর্মুরাও বিরোধীদের ভূমিকা নিয়ে স্লোগান তোলেন। তবে তাঁদের নিশানায় ছিল মূলত মালদহে আদিবাসী মহিলাদের উপর নির্যাতনের ঘটনা।



এদিন মণিপুরের ঘটনা থেকে নজর ঘোরাতে রাজস্থান, বাংলার প্রসঙ্গ তুলে আনছেন নেতা, মন্ত্রীরা এমনই প্রতিক্রিয়া দিলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশনে মণিপুর ইস্যু নিয়ে কী করবে বিরোধীরা, তার রণকৌশল স্থির করতে সকালে বৈঠকে বসেন বিরোধী দলের সাংসদরা। এদিন অধিবেশনের শুরুতে মণিপুরকাণ্ডের প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধী জোটের সাংসদরা।