Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির জেলা সভাপতির গাড়িতে গুলি, প্রাণে বাঁচলেন জেলা সভাপতি

বিজেপির জেলা সভাপতির গাড়িতে হামলা, প্রাণে বাঁচলেন জেলা সভাপতি

Bjp



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণঃ 

জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি করার অভিযোগ। প্রাণে বাঁচলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী। জানা গেছে, সদর ব্লকের বাহাদুর গ্ৰাম পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনায় জলপাইগুড়ি কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন বাপী গোস্বামী।




জানা গেছে, বাহাদুর এলাকা থেকে রাত ১২ টা নাগাদ দলীয় প্রচার সেরে মোহিত নগরের বাড়ি ফিরছিলেন। বাহাদুর কোল্ড স্টোরেজ পেরিয়ে আসার পরেই হঠাৎ তার গাড়িতে বিকট আওয়াজ হয়। গাড়ি একটু স্লো হতেই গাড়ি লক্ষ্য করে পর পর গুলি ছোড়া হয়। এরপরেই অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে সোজা থানায় চলে আসেন তিনি। 

তিনি জানান, আমি থানায় লিখিত অভিযোগ করেছি। জানি পুলিশ কিছুই করবে না। এদিকে বাপী গোস্বামীর গাড়ি পুলিশ ফরেনসিক পরুক্ষার জন্য থানায় রেখে দেওয়া হয়েছে।খবর ছড়িয়ে পড়তেই বিজেপির নেতারা থানায় ছুটে আসেন।

যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে জেলা তৃনমূল কংগ্রেসের অন্যতম নেতা নিতাই কর সাফ জানিয়ে দেন, এই জেলার ভোটে এই ধরণের ঘটনা কোনো দিন কেউ শোনেনি, বিজেপি শেষ সময় হাওয়া গরমের চেষ্টা করছে।

অপরদিকে বুধবার রাতের ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার উমেশ খান্ডাভালে গণপথ জানিয়েছেন , কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না গুলি নাকী পাথর। যিনি অভিযোগ করেছেন উনি গাড়ির ভেতরে থাকলেও কোনো আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।


কোতোয়ালি থানায় আসেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, DSP হেডকোয়ার্টার সমীর পাল। সমির পাল বলেন, বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এসেছে আমরা খতিয়ে দেখছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code