Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

Bjp booth president


বৃহস্পতিবার ছয় জুলাই ভোরে সারেনডা থেকে চন্দ্রপুর গ্রাম যাওয়ার রাস্তার কুলুপুকুরের ধার থেকে মহম্মদবাজার বি মন্ডলের হিংলো গ্রামপঞ্চায়েতের ২২৪ নং বুথের বিজেপি সহসভাপতি দিলীপ মাহারার (৪৮) মৃতদেহ উদ্ধার হয় । বাড়ী সারেন্ডা গ্রামে । দিলীপের স্ত্রী ছবি মাহারা পালান সংসদ থেকে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে । এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 



মৃতের ছেলে উৎপল মাহারা বলেন, "তৃনমূল নেতা কালীপ্রসাদ ব্যানাজীর নেতৃত্বে বাবাকে খুন করা হয়েছে । গলায় দড়ির দাগ রয়েছে । মহম্মদবাজার থানার মেজোবাবু সাদা পোশাকে এসে মৃতদেহের পাশ থেকে গুলির খোল নিয়ে চলে গিয়েছিল । আমরা ফিঙ্গার প্রিন্ট তদন্তের দাবি জানাচ্ছি ।" 



মহম্মদবাজার বি মন্ডল বিজেপি সভাপতি নীলম মন্ডল বলেন, "বুধবার তৃনমূল নেতা কালীপ্রসাদ ব্যানাজীর স্ত্রী যেখানে প্রার্থী হয়েছে সেখানে দিলীপ মাহারা বিজেপির হয়ে প্রচার করতে গিয়েছিল । সেই রাগে কালীপ্রসাদ ব্যানাজী গুনডা দিয়ে দিলীপকে খুন করা করিয়েছে । মহম্মদবাজার থানার মেজোবাবু সাদা পোশাকে এসে মৃতদেহের পাশ থেকে গুলির খোল নিয়ে চলে গিয়েছিল । গ্রামবাসীদের চাপে পড়ে সেটা আবার মৃতদেহের পাশে রেখে যায় । কালীপ্রসাদ ব্যানাজীর শাস্তির দাবি জানাচ্ছি ।" 



ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার এবং গ্রামবাসীরা । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code