Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় সাফল্য পুলিশের, ডাকাতির ছক ভেস্তে দিয়ে গ্রেপ্তার মোট ৬ জন

বড় সাফল্য পুলিশের, ডাকাতির ছক ভেস্তে দিয়ে গ্রেপ্তার মোট ৬ জন

dacoit



আসানসোল, রামকৃষ্ণ চ্যাটার্জী:


ডাকাতির ছক ভেস্তে দিলো রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। গত সোমবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ হরিসাডি রাস্তার রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তিনজন যুবককে আটক করে।


আটক করা যুবকদের কাছে থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি কার্টুজ। এরপর ওই তিন যুবককে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে তোলা হয়।


তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্ত তিন যুবকে নিজেদের হেফাজতে নেয়। ধৃত তিন জন যুবকের নাম বিকাশ হাঁড়ি (১৮) জামুড়িয়ার বাসিন্দা, রাহুল মহালি (২১) ঝাড়খন্ডের জামতড়ার বাসিন্দা, রাম কিশোর সিং (৩০) উত্তরপ্রদেশের মোকরনপুর এলাকার বাসিন্দা।


এরপর ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের মাধ‍্যমে পুলিশ জানতে পারে ডাকাতির ঘটনায় ধৃত তিন জন ছাড়াও আরো তিন জন মোট ছয় জন জড়িত রয়েছে। সেই অনুসারে পুলিশ দুষ্কৃতীদের অনুসন্ধান শুরু করে। যেখানে পুলিশের জালে আরো তিনজন সৌরভ বাউরি(১৮)তপসী রেলগেটের বাসিন্দা,সামডির বাসিন্দা কৃষ্ণা তুরি(২৮) ও জামতাড়ার চাপারিয়া অঞ্চলের বাসিন্দা রাজু মহালি(২০)ধরা পড়ে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code