WB Panchayat Election : ভোট প্রচারে হাতে মালদার আম নিয়ে ঘুরছেন প্রার্থী ! কেন ?
পঞ্চায়েত ভোট আসন্ন। জোরকদমে চলছে প্রচারকার্য। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অভিনব প্রচারকার্য। এমনি এক ভোট প্রচার জলপাইগুড়িতে ।
মালদার আম হাতে নিয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে নামল নির্দল প্রার্থী। প্রতিটি বাড়িতে গিয়ে তার প্রতীক চিহ্ন আম হাতে নিয়ে দেখিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করছেন নির্দল প্রার্থী অর্পিতা রায় দাস। নামেই নির্দল ৷ কিন্তু সমর্থন করছেন বাম-কংগ্রেসকে ৷
পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যে জোট বাঁধতে পারে, এমন সম্ভাবনা বাড়ছিলই ৷ তা স্পষ্টভাবে প্রমাণ করে দিল জলপাইগুড়ি অরবিন্দ গ্ৰাম পঞ্চায়েতের ১৭/২৭ নং বুথের প্রার্থী অপিতা রায়। অর্পিতা বাম-কংগ্রেস জোট নিয়ে লড়াইয়ের ময়দানে এবার লড়াই করবে । পঞ্চায়েত নির্বাচনের আগে দীর্ঘদিন তৃণমূলের কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি।
এবার হঠাৎ টিকিট না পাওয়ায় তিনি নির্দল প্রার্থী অর্পিতা রায় দাস আম চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়েছেন। সেই জোট প্রকাশ্যে আসায়, তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নির্দল প্রার্থীকে স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়লেন না।
এ বিষয় নিয়ে অর্পিতা রায় বলেন, “নির্দলের হয়ে দাঁড়িয়েও পঞ্চায়েত ভোটে ভাল ফল করব। বাম কংগ্রেস পাশে রয়েছে।” ফলত বোঝাই যাচ্ছে, মূলত বাম কংগ্রেসের সাপোর্টে ভাল ফলের আশা করে তিনি লড়াই করছেন নির্দল প্রার্থীর আম চিহ্ন নিয়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊