Ananta Maharaj :  বিজেপির রাজ্যসভার প্রার্থী  হচ্ছেন অনন্ত মহারাজ


 



এই প্রসঙ্গে কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেছেন- "অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ বরাবরই তলে তলে পাক্কা বিজেপি ছিল, আছে আর থাকেবও। তাইতো বিজেপির রাজ্যসভার একমাত্র প্রতিনিধি হতে চলেছে অনন্ত মহারাজ। শুধুই আমাদের দলকে মধ্যিখানে বোকা বানানোর চেষ্টা করেছিল। আর এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা কি বলবে আলাদা রাজ্যের প্রসঙ্গে। কারণ আলাদা রাজ্যের অন্যতম প্রবক্তাই তো তাদের সাংসদ হতে চলেছে। তাহলে এবার মহারাজ কি পার্লামেন্ট এ গিয়ে আলাদা রাজ্যের দাবীতে সরব হবেন নাকি ওখানে গিয়ে এব্যাপারে মুখে কুলুপ আটবেন আর কোচবিহারে এসে লোকদেখানো আলাদা রাজ্যের দাবী করবেন। প্রসঙ্গত বলে রাখি আমাদের দল তৃণমূল কংগ্রেস বরাবর আলাদা রাজ্যের বিরুদ্ধে।"