পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুড়ি ব্লকের ফলাফল একনজরে
নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়িঃ গত ৮ ই জুলাই রাজ্যে হয় পঞ্চায়েত নির্বাচন। পরবর্তীতে কিছু যায়গায় হিংসার মতো ঘটনার জেরে সেই সমস্ত যায়গায় পুনঃনির্বাচিত করে নির্বাচন কমিশন। আজ ১১ই জুলাই রাজ্যে ভোটের ফল ঘোষণা। সকাল থেকেই রাজ্য জুড়ে চলছে ভোট গণনার প্রক্রিয়া।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি হাইস্কুলের মোট তিনটি স্ট্রংরুমে চলছে ভোট গণনার প্রক্রিয়া। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ময়নাগুড়ি ব্লকের মোট ১৬ টি গ্ৰাম পঞ্চায়েতের ভোট গণনায় উঠে আসে আজকের ফলাফল।
(১) মাধবডাঙ্গা ১নং অঞ্চলের মোট আসন সংখ্যা ১৫ । তৃণমূল ১২, বিজেপি ০১, কেপিপি ০২ ।
(২) মাধবডাঙ্গা ২নং অঞ্চলের মোট আসন সংখ্যা ১৬ ।তৃণমূল ০৭, বিজেপি ০৮, নির্দল ০১ ।
(৩) চূড়াভান্ডার অঞ্চলের আসন সংখ্যা ২৭ । তৃণমূল ২০, বিজেপি ০৭ ।
(৪) রামশাই অঞ্চলের আসন সংখ্যা ২৪ । তৃণমূল ১২, বিজেপি ১২ ।
(৫) আমগুড়ি অঞ্চলের আসন সংখ্যা ২৫ । তৃণমূল ১৫, বিজেপি ১০ ।
(৬) বার্নিশ অঞ্চলে আসন সংখ্যা ২৪ । তৃণমূল ১৮ , বিজেপি ০৬ ।
(৭) খাগড়াবাড়ি ১নং অঞ্চলের আসন সংখ্যা ১০ । তৃণমূল ১০, বিজেপি ০০ ।
(৮) খাগড়াবাড়ি ২নং অঞ্চলের আসন সংখ্যা ১৫ । তৃণমূল ১১, বিজেপি ০৪ ।
(৯) ময়নাগুড়ি অঞ্চলে আসন সংখ্যা ১১ । তৃণমূল ০৭, বিজেপি ০৪ ।
(১০) পদমতি ১নং অঞ্চলের আসন সংখ্যা ১৭ । তৃণমূল ১০, বিজেপি ০৭ ।
(১১) পদমতি ২নং অঞ্চলের আসন সংখ্যা ১৪ । তৃণমূল ১০, বিজেপি ০৪।
(১২) দমহনি ১নং অঞ্চলের আসন সংখ্যা ১৩ । তৃণমূল ১০, বিজেপি ০৩ ।
(১৩) দমহনি ২নং অঞ্চলের আসন সংখ্যা ১৯ । তৃণমূল ১৫, বিজেপি ০৪ ।
(১৪) ধর্মপুর অঞ্চলের আসন সংখ্যা ১৭ । তৃণমূল ১০, বিজেপি ০৭ ।
(১৫) সাপ্টিবাড়ী ১নং অঞ্চলের আসন সংখ্যা ১৬ । তৃণমূল ১৬, বিজেপি ০০ ।
(১৬) সাপ্টিবাড়ী ২নং অঞ্চলের আসন সংখ্যা ১৪ । তৃণমূল ০৯, বিজেপি ০৫ ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊