Latest News

6/recent/ticker-posts

Ad Code

Panchayat Election 2023: পঞ্চায়েতের তিনটি স্তরের গণনা একসঙ্গে করতে হবে, জানালো হাইকোর্ট

Panchayat Election 2023: পঞ্চায়েতের তিনটি স্তরের গণনা একসঙ্গে করতে হবে, জানালো হাইকোর্ট 


highcourt

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষনা হতেই বিভিন্ন জায়গায় অশান্তির চিত্র ফুটে উঠেছে। এর মধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা হয়েছে আদালতে। সেই মামলার শুনানিতে পঞ্চায়েতের তিনটি স্তরেই (Three Tiers Panchayat System) একসঙ্গে ভোটগণনা (Vote Counting) করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।



নিয়ম অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে ভোট হওয়ার কথা। এই তিনটি স্তরেই একসঙ্গে ভোটগণনা করতে হবে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।



পঞ্চায়েত নির্বাচন ঘোষনা হতেই অশান্তির ছবি ফুটে উঠেছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী, মনোনয়ন জমার সময়সীমা সহ একাধিক বিষয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে আদালতের স্পষ্ট বার্তা স্বচ্ছভাবে ভোট করাতে কমিশনকে প্রতিটি বুথে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি রাজ্যের ৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও সিভিক ভলান্টিয়ার মোতায়েনে নিষেধাজ্ঞা সহ একাধিক বিষয়ে স্পষ্ট করেছে আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code