Latest News

6/recent/ticker-posts

Ad Code

OYO Booking BIG UPDATE: OYO এবার যুগলদের জন্য নিয়ে এসেছে বড় খুশির খবর

OYO room Booking news: OYO বুকিংয়ে বড় আপডেট, যুগলদের জন্য সুখবর

OYO booking update, Aadhaar QR code, OYO room privacy, couple friendly hotels, UIDAI new rule, OYO check-in process, Aadhaar verification change,


ভারতের হোটেল বুকিং প্ল্যাটফর্ম OYO এবার যুগলদের জন্য নিয়ে এসেছে একান্ত খুশির খবর। চেক-ইনের সময় আর আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকের পরিচয় যাচাই হবে শুধুমাত্র আধার QR কোড স্ক্যান করে অথবা আধার অ্যাপ ব্যবহার করে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে এবং যুগলদের একান্ত মুহূর্ত কাটাতে আর কোনও অস্বস্তি থাকবে না।

UIDAI ইতিমধ্যেই এই নতুন ব্যবস্থাকে অনুমোদন করেছে। আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কাগজ-ভিত্তিক আধার যাচাইকরণ বন্ধ করা হবে কারণ এটি আধার আইনের লঙ্ঘন হিসেবে ধরা হয়। হোটেল চেইন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা অন্য কোনও সংস্থা যারা আধার-ভিত্তিক যাচাইকরণ করে, তাদের UIDAI-তে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর তারা এমন প্রযুক্তি পাবে যার মাধ্যমে QR কোড স্ক্যান করে বা আধার অ্যাপ ব্যবহার করে গ্রাহকের পরিচয় যাচাই করা যাবে।

এই নতুন সিস্টেম কার্যকর হলে হোটেলগুলিকে আর গ্রাহকের আধার কার্ডের ফটোকপি সংরক্ষণ করতে হবে না। এর ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা কার্যত দূর হবে। UIDAI প্রধান ভুবনেশ কুমার জানিয়েছেন, নতুন প্রক্রিয়াটি ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে এই ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এই নতুন নিয়ম কার্যকর হলে গ্রাহকদের জন্য চেক-ইন প্রক্রিয়া হবে আরও দ্রুত ও ঝামেলাহীন। আগে যেখানে আধারের ফটোকপি জমা দিতে গিয়ে অনেক সময় নষ্ট হত, এখন শুধুমাত্র QR কোড স্ক্যান করলেই পরিচয় যাচাই হয়ে যাবে। এতে হোটেল কর্তৃপক্ষেরও সুবিধা হবে, কারণ তাদের আর কাগজপত্র সংরক্ষণ করতে হবে না। একই সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও থাকবে না। ফলে যুগলরা আরও নিশ্চিন্তে নিজেদের ব্যক্তিগত সময় কাটাতে পারবেন।

এছাড়া এই পদক্ষেপ ভারতের ডিজিটাল রূপান্তরের একটি বড় উদাহরণ। UIDAI-এর নতুন সিস্টেম শুধু হোটেল নয়, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ভাড়া দেওয়া অ্যাপার্টমেন্ট বা অন্য যে কোনও পরিষেবা ক্ষেত্রেও কার্যকর হবে। এর মাধ্যমে গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকবে এবং পরিষেবা প্রদানকারীরাও আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারবেন। আগামী দিনে এই ব্যবস্থা কার্যকর হলে ভারতের আতিথেয়তা শিল্পে গ্রাহক আস্থা আরও বাড়বে এবং যুগলদের জন্য OYO বুকিং হবে আরও নিরাপদ ও স্বচ্ছন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code