৩৪ আসনের কোচবিহার জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

TMC


৩৪ আসনের কোচবিহার জেলা পরিষদের সবকটি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস। রাজ্যে বেজে গেছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। পঞ্চায়েতে নিয়ম অনুযায়ী পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট হয়। সেই মতোই মনোনয়ন জমা করে প্রার্থীরা। কোচবিহার জেলায় মোট ৩৪ টি জেলা পরিষদের আসন। সেই ৩৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল।



প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল প্রার্থী তালিকায় ঠাঁই হল না জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উমাকান্ত বর্মনের। জায়গা হয়নি জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ারও। রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষেরও নাম বাদ পড়েছে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে। এছাড়াও কোচবিহার জেলা পরিষদে তৃণমূলের টিকিট পাননি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শুচিস্মিতা দত্ত শর্মা। 




জেলা পরিষদের ৩৪ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই এবার নতুন মুখ। কোচবিহার থেকেই 'তৃণমূলে নবজোয়ার' যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।