Weather Update: উত্তরবঙ্গ জুড়ে গরম ও অস্বস্তিকর অবস্থা থাকবে, মানতে হবে কিছু উপদেশ 

Weather Update


তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। রৌদ্র ও অস্বস্তিকর পরিবেশ থেকে রেহাই পেতে বৃষ্টির আশায় মানুষ‌। এদিকে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের জেলার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী ৫ থেকে ১০ জুন, ২০২৩ মূলত শুষ্ক গরম আবহাওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশী আছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আদ্র ও অস্বস্তিকর আবহাওয়ার প্রভাব থাকবে।

সম্ভাব্য প্রভাবঃ

১. গরম এবং অস্বস্তিকর আবহাওয়া।

২. সাধারন সুস্থ মানুষের জন্য সহনীয় হলেও; অসুস্থ ও বাচ্চাদের জন্য সামান্য চিন্তার কারন আছে।

এই পরিস্থিতিতে তীব্র গরম থেকে রেহাই পেতে ও গরমের প্রভাবে শারিরীক সমস্যা থেকে বাঁচতে একাধিক বিষয়ে সতর্ক করা হয়েছে এবং কিছু উপদেশ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

কিছু উপদেশ-

১. রোদে বেশীক্ষণ না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

২. হালকা, সুতির হালকা রঙের জামা কাপড় পরার পরামর্শ দেওয়া হছে। ৩. কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, ছাতা, টুপি ব্যাবহার করুন।

৪. ঘন ঘন জল খেতে থাকুন।

৫. ১১ টা থেকে ৪ টে পর্যন্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

৬. ফসলকে তাপপ্রভাহ থেকে বাঁচাতে হালকা ও ঘন ঘন সেচ প্রয়োগ করুন যাতে মাটির আদ্রতা বজায় থাকে।

৭. কঠোর পরিশ্রম যুক্ত কাজ গুলি দিনের অপেক্ষাকৃত শীতল সময়ের জন্য (সকাল ও বিকেল) বরাদ্দ রাখুন।

৮. পশুদের ছায়াতে রাখুন, পর্যাপ্ত পরিমানে জল দিন। দুপুর বেলা পশুচারণ করবেন না।

Credit: উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
গ্রামীণ কৃষি মৌসম সেবা কেন্দ্র, পুন্ডিবাড়ি, কোচবিহার